মানবিকতা ঘর পেলেন সেই অসহায় রাহেলা, ঘুচল দীর্ঘদিনের কষ্ট
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা রাহেলা খাতুনের জীবন ছিল এক দীর্ঘ সংগ্রামের গল্প। স্বামী সিরাজ শেখ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে অকূল পাথারে পড়েছিলেন তিনি। অন্যের বাড়িতে কাজ করে দিনমজুরের পরিশ্রমে বড় করেছেন এক ছেলে ও দুই মেয়েকে। অভাবের সংসারে মেয়েদের বিয়ে দিলেও মাথার ওপর ভালো কোনো ছাদ ছিল না রাহেলার। থাকার মতো ঘর না থাকায় তাঁর বাড়িতে একদিনের জন্যও বেড়াতে আসতে পারেননি জামাতারা।
রাহেলা খাতুনের এই কষ্টের সঙ্গী ছিল একটি জরাজীর্ণ ছাপড়া ঘর। বর্ষার দিনে বৃষ্টির পানিতে ভিজে নির্ঘুম রাত কাটাতেন তিনি। সম্প্রতি রাহেলা খাতুনের এই করুণ জীবনকাহিনি নজরে আসে ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের (YDF) সদস্যদের। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি তাঁর জন্য একটি স্থায়ী আবাস তৈরির উদ্যোগ নেয়।
সংগঠনটির পক্ষ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দুটি কক্ষ ও একটি প্রশস্ত বারান্দা বিশিষ্ট পাকা মেঝে ও টিনের একটি নান্দনিক ঘর। গত কয়েকদিনের টানা পরিশ্রমে তৈরি হওয়া এই নতুন ঘরটি এখন রাহেলার আশ্রয়ের ঠিকানা। ঘরটি হস্তান্তরের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ঘরটি বুঝিয়ে দেওয়ার দিন এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গ্রামের সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি রাহেলা খাতুন। তিনি বলেন, "এতদিন বৃষ্টির দিনে ভিজতাম, রোদে পুড়তাম। ভাবিনি কখনও নিজের একটা ঘর হবে। এখন অন্তত শান্তিতে ঘুমাতে পারব এবং জামাই-মেয়েদের দাওয়াত দিয়ে খাওয়াতে পারব।"
ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। গ্রামবাসী মনে করছেন, বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে সমাজের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আতিকুল চঞ্চল এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, "আমরা আমাদের দায়বদ্ধতা থেকেই রাহেলা খাতুনের পাশে দাঁড়িয়েছি। একজন মা তাঁর সন্তানদের নিয়ে কষ্টে দিনাতিপাত করবেন, তা আমরা চেয়ে চেয়ে দেখতে পারি না। আসুন আমরা সবাই মিলে ভালো থাকি এবং সমাজের অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজনের মুখেও হাসি ফোটায়, তবেই আমাদের সার্থকতা।"