আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক কাতারে আলমডাঙ্গার বিএনপি
দীর্ঘদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি ও অভ্যন্তরীণ বিভক্তি পেছনে ফেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক কাতারে দাঁড়িয়েছে আলমডাঙ্গার বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরে আলমডাঙ্গা শহরের চাতাল মোড়স্থ ওল্টু স্যারের বাগানবাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সকল ভেদাভেদ, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
এসময় তিনি বলেন, আজ থেকে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগে প্রত্যেকে নিজের ঘরের ভোট ঠিক করতে হবে। নিজের পরিবারের সদস্যদের, আত্মীয়স্বজনের ভোট নিশ্চিত করতে হবে। এরপর প্রতিবেশী, পাড়া, গ্রাম ও ইউনিয়ন এভাবে ধাপে ধাপে প্রতিটি ভোটারকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, আমাদের মধ্যে দীর্ঘদিন নানা ভেদাভেদ, ভুল বোঝাবুঝি ও দ্বিধা-দ্বন্দ্ব ছিল সেগুলো আজ এখানেই শেষ করতে হবে। এখন আর বিভক্ত থাকার সুযোগ নেই। যারা বিএনপির রাজনীতি করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন তাদের সবার একটাই পরিচয়, আমরা ধানের শীষের সৈনিক। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, এই নির্বাচনে প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের কাছে যেতে হবে বিনয়ের সঙ্গে, ভালোবাসা নিয়ে। কোনো প্রকার অহংকার বা বিভেদ নয় ঐক্যই হবে আমাদের একমাত্র শক্তি।
প্রধান বক্তা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের শক্তিই আমাদের আসল শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারি, তাহলে কেউ আমাদের বিজয় ঠেকাতে পারবে না। প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই আমরা বিজয়ের পথে এগিয়ে যাব।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীমের উপস্থাপনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের মধ্যে ইউনুস আলী, মহি উদ্দিন, আক্তারুজ্জামান, সিতাব মন্ডল, আশা ডাক্তার, সেলিম মাস্টার, আব্দুল মতিন, হুমায়ন কবীর, মিন্টু ডাক্তার, মোয়াজ্জেম ডাক্তার, জাহাঙ্গীর কবীর মুকুল, সুন্নত আলী, শরিফুল ইসলাম, চিনিরদ্দিন, লিমন মোল্লা, ডা. আব্দুল আলিম, হাসানুজ্জামান, মহাবুল মেম্বার, গোলদার হোসেন, মন্টু মিয়া, আসুম, মাবুদ হোসেন, বজলু মন্ডল, বজলু মেম্বার, শওকত খান, সাজ্জাদ হোসেন, আবু তাহের, মহির, সাজিবার, রমজান আলী, ইসলাম হোসেন,ই¯্রাফিল ইসলাম, ডা. আলম হোসেন, আরজেন আলী, শাহাজান, আশরাফুল ইসলাম, মেহেরাজ মেম্বার, দুদু মিয়া, সেকেন্দার, মানোয়ার, ইসমাঈল, ওল্টু মিয়া, যুবদলের শফিকুল ইসলাম ডালিম, ফারুকুজ্জামান, ফাহমিদ মুন, সাদ্দাম, কাইয়ুব বাবু, হাসান, মিশকাত, আমিরুল, ফরজ, জামিরুল, আশরাফুল, ছাত্রদলের সানি, ইউসুফ, সাগর, জীবন প্রমুখ।