হোমিও ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসার দায়ে ডাঃ পল্লব আটক
হোমিও ঔষধের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতে গিয়ে ৪র্থ বার আটক হলেন আলমডাঙ্গা শহরের সালেহীন হোমিও হলের মালিক ডাক্তার তৈমুর সালেহীন পল্লব। শহরের মিয়াপাড়ার এক ফার্ণিচার ব্যবসায়িকে ৪ বোতল অ্যালকোহলসহ পুলিশ আটক করে। পরে ফার্নিচার ব্যবসার আড়ালে রমরমা মাদকের ব্যবসায়ি তপনের স্বীকারুক্তিতে ডাক্তার পল্লবকে পুলিশ আটক করেছে।
জানা যায়, আজ ২৫ জুলাই বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ শহরের মিয়াপাড়ায় অবস্থিত এক ফার্নিচারের দোকানে অভিযান চালায় সে সময় পুলিশ ৪ বোতল অ্যালকোহলসহ ফার্ণিচারের মালিক তপন আলীকে (৫৫) পুলিশ আটক করে। তপন চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জের মৃত আবুল খয়েরের ছেলে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে গত ৮ মাস ধরে সে ফার্ণিচার ব্যবসার আড়ালে আসলে মাদকের ব্যবসা করে আসছিল। কোথা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করতো এমন প্রশ্নের জবাবে জানায় সে আলমডাঙ্গা শহরের সালেহীন হোমিও হল থেকে নিয়োমিত অ্যালকোহল কিনে বিক্রি করতো।
তপন আলীর স্বীকারুক্তি মোতাবেক পুলিশ পরে সালেহীন হোমিও হলের মালিক ডাক্তার তৈমুর সালেহীন পল্লবকে আটক করে। ডাক্তার তৈমুর সালেহীন পল্লব আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের হোমিও ডাক্তার আজিবর রহমানের ছেলে। হোমিও ব্যবসার আড়ালে মাদকব্যবসার দায়ে ইতোপূর্বে তিনি ৩ বার গ্রেফতার হন। একবার ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ডাদেশ প্রদান করে করে।
আলমডাঙ্গা থানার এস আই সুব্রত, এস আই সিদ্ধার্থ ও এ এস আই ইউসুফ ওই মাদক বিরোধি অভিযান পরিচালনা করেন।