আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের ৪ কৃষকের জমির ঝাল ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের ৪ কৃষকের জমির ঝাল ক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশি রুবেল ও সিবাদ গংয়ের বিরুদ্ধে। গত ১৯ জুলাই দিনগত গভীর রাতে সিবাদসহ বেশ কয়েকজন ওই ৪ কৃষকের ৩ বিঘা জমির মধ্যে প্রায় ১২/১৪ কাটা জমির ঝাল ক্ষেত কেটে দেয় বলে অভিযোগ করেছে মহাবুল।
অভিযোগে বাঁশবাড়িয়া গ্রামের মৃত সাবান আলীর ছেলে মহাবুল উল্লেখ করেন, তার সাথে একই গ্রামের নুরু চাঁদের রুবেল, মৃত ফয়জদ্দিন মন্ডলের ছেলে সিবাদ, , সিরাজুলের ছেলে হৃদয়সহ বেশ কয়েক জনের সাথে বিরোধ চলে আসছিল। মহাবুল, বিল্লাল, আলম ও কোরবান পাশাপশি প্রায় ৩ বিঘা জমিতে ঝাল ক্ষেত করেছে। বর্তমানে ঝাল ধরা শুরু করেছে।
গত ১৯ জুলাই রাতে ৮/৯ জন মিলে গভীর রাতে মাঠে গিয়ে প্রায় ১২/১৪ কাটা ঝাল ক্ষেত কেটে দিয়েছে। সকালে তারা জানতে পারে রুবেল, হৃদয় ও সিবাদসহ বেশ কয়েকজন মিলে তাদের ৪ জনের ঝাল ক্ষেত কেটে দিয়েছে। এবিষয়ে মহাবুল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।