২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের খুলনা বিভাগীয় সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১২, ২০২৪
194
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা অফিসঃ ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি শ্লোগানে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের খুলনা বিভাগীয় সম্মেলন ও ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুলাই) সকাল নয়টায় খুলনা সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কমিনিউটি সেন্টারে খুলনা বিভাগের আয়োজনে খুলনা বিভাগীয় সম্মেলন ও ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের সাবেক সমন্বয়ক মোহাম্মদ আল-আমিন হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগঠন শক্তিশালী হলে কর্মীরা লাভবান হবে। আর সেই জন্য সংগঠনকে শ্রম অধিদপ্তরের অনুমোদন নিয়ে আরও বেগবান করতে হবে। তা হলে কর্মীরা উপকৃত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল, খুলনা সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিঠু দে, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাজির ইমরান, খুলনা জেলা শাখার সভাপতি তুষার বাড়ৈ সার্বিক তত্ত্বাবধানে,বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোহাম্মদ ইজাবুল ইসলাম জসিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি জন বিশ্বাস ,সাধারণ সম্পাদক লিয়াকত আলী,রাকিবুল, জাকারিয়া, শিপন শেখ,লোকমান,রাজন,টুটুল,জুয়েল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram