২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এমপি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১২, ২০২৪
347
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় এমপি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগানকে সামনে রেখে গোবিন্দপুর নওদাবন্ডবিল গ্রামবাসির আয়োজনে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন কাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। শুক্রবার ১২ জুলাই গোবিন্দপুর জোহা মাঠে উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন দুর্লভপুর আশার আলো যুবসংঘ বনাম আলমডাঙ্গা সানমুন সাউন্ড। উদ্বোধনী খেলায় উভয় দল ১টি করে গোল করে। পরে ট্রাইবেকারে আলমডাঙ্গা সানমুন সাউন্ড জয়লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক। এসময় তিনি বলেন খেলা করতে হলে, দিন দিন মাঠ কমছে। অথচ যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টা বেশ জটিল অবস্থা ধারণ করেছে। একটা সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলায় নৈপূণ্য দেখাতে হলে অবশ্যই নিয়োমিত প্রাক্টিস করতে হবে। ফুটবল খেলায় প্রাক্টিসের বিকল্প কিছু নেই। সুস্থ-সবল ও সামর্থবান জাতি গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। এই মাঠে আপনারা নিয়মিত খেলাধুলার আয়োজন করবেন। সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী পাপন রহমান, রাজশাহি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা সাদেকুর রহমান পলাশ, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, সাবেক কলেজ ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রকি, আসিফ ইকবাল অটল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব। বন্ডবিল গ্রামের গোবিন্দপুর নওদাবন্ডবিল গ্রামের রাসেল আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি তারিক হাসান, রাসেল আলী, আবুল কালাম,খানজারুল, নাঈ, সাইফুল, মুজাহিদ, সোহাগ, রাজন, নাহিদ প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram