১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)“র ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৪, ২০২৪
221
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)“র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ জুলাই আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বি-টিম মাঠে বিকেল ৩ টায় সময় নাগদাহ ইউনিয়ন বনাম ভাংবাড়িয়া ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ভাংরাড়িয়া ইউনিয়ন ৪-১ গোলে নাগদাহ ইউনিয়নকে হারিয়ে জয়লাভ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন বলেন, দিন দিন মাঠ কমছে। অথচ যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টা বেশ জটিল অবস্থা ধারণ করেছে। একটা সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলায় নৈপূণ্য দেখাতে হলে অবশ্যই নিয়োমিত অনুশীলন করতে হবে। ফুটবল খেলায় অনুশীলনের বিকল্প কিছু নেই। সুস্থ-সবল ও সামর্থবান জাতি গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। এই মাঠে আপনারা নিয়মিত খেলাধুলার আয়োজন করবেন। খেলাধুলা আমাদেরকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে শেখায়। পরাজয়কে পরাভব করতে শেখায়। নেতৃত্ব দানের মানসিকতা সৃষ্টি করে। সুস্থ দেহ-মনের প্রধান নিয়ামক নিয়োমিত খেলাধুলা করা।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু জাফর উবাইদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, নাগদাহ ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ ই জুলফিকার টুটুল।

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মুনসুর আলী মাস্টার, আব্দুল সালাম, আবুল হাসান, ক্রীড়া সংগঠক মিজানুল ইসলাম, মন্ডল, হাসান রেজা মুন্না, রেফারির দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য রাজু আহমেদ, আফজাল হোসেন, ইউনুস আলী, রাজু আহমেদ প্রমুখ। খেলায় ধারা বিবরণী দেন এইচ আর জীবন, মীর রোকনুজ্জামান, হেলাল, খেলা পরিচালনা (রেফারি) করেন সোহাগ আলী, জুয়েল রানা, রনি আলম, মহসিক কামাল।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram