আলমডাঙ্গায় সাদা ব্রিজ মোড়ে মিষ্টি কুমড়া বোঝাই টলি নিয়ন্ত্রন হারিয়ে জুয়েলার্সের দোকানে
আলমডাঙ্গার কালিদাসপুর সাদা ব্রিজ মোড়ে মিষ্টি কুমড়া বোঝাই টলি নিয়ন্ত্রন হারিয়ে জুয়েলার্স দোকানে ঢুকে পড়েছে। মঙ্গলবার ২৩ জুলাই বিকালে কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর থেকে মিষ্টি কুমড়া ক্রয়ে করে টলি বোঝাই করে দামুড়হুদা যাওয়ার পথে সাদা ব্রিজ মোড়ের বাণী জুয়েলার্সের দোকানে ঢুকে পড়ে। টলি চালকের পাশে বসে থাকা ব্যবপারী আহত হয়েছে।
জানাগেছে, দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে আব্দুর রশিদ মিষ্টি কুমড়া ব্যবসায়ী। তিনি একই এলাকার আব্দুল রাজ্জাকের টলি নিয়ে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর জগন্নাথপুর গ্রামে মিষ্টি কুমড়া কিনতে আসে। প্রায় ২২শ কেজি মিষ্টি কুমড়া কিনে টলি বোঝাই করে বাড়ি ফিরছিলেন। কালিসাদপুর সাদা ব্রিজ মোড়ে পৌছালে টলি নিয়ন্ত্রন হারিয়ে পাশে বানী জুয়েলার্সের দোকানে ঢুকে পড়ে। টলির আঘাতে দোকানের থাইগ্লাস ভেঙ্গে যায়। দোকানের সামনে রাখা একটি ডিসকভার মোটরসাইকেলের ব্যাপক ক্ষতি হয়েছে।
টলি চালকের পাশে বসে থাকা ব্যাপারি আব্দুর রশিদ মারাত্মক আহত হয়েছে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ মিষ্টি কুমড়া বোঝাই টলি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
বানী জুয়েলার্সের মালিক দয়াল কুমার পাত্র জানান তার দোকানের থাইগøাস, মোটর সাইকেল ও সাটার ভেঙ্গে প্রায় লাখ টাকা ক্ষতি হয়েছে।