আলমডাঙ্গায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ছেলে পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ছেলে পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২২ জুলাই আলমডাঙ্গা এক্সঞ্জেনপাড়ায় বাল্য বিয়ে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ৮ নং ওয়ার্ড নওদাবন্ডবিল আনোয়ার হোসেনের ছেলে আরাফাতের সাথে ৭ নং ওয়ার্ড এক্সঞ্জেনপাড়ার আলমগীর হোসেনের ৯ম শ্রেনিতে পড়ুয়া মেয়ের বিয়ে ঠিক হয়। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সোমবার ২২ জুলাই বিয়ের হওয়ার কথায় সব আয়োজন করে। এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বাল্য বিয়ের সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন।
উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতির কথা শুনে মেয়ের বাবা আলমগীর হোসেন এবং ছেলে ও বাবাসহ পরিবারের সকলে মেয়েকে ফেলে রেখে পালিয়ে যান। পরে ছেলের বাবাকে সংবাদ দিয়ে নিয়ে আসেন বিয়ে বাড়িতে। ছেলে বাবা উপস্থিত হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।