কোন ম্যাচ না খেলে ইকুয়েডর ছাড়ছেন কোচ ক্রুইফ
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
জুলাই ২৪, ২০২০
183
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
করোনাভাইরাসের কারণে ইকুয়েডরের প্রধান কোচ ক্রুইফ কোনো ম্যাচ না খেলে দায়িত্ব ছেড়ে যাচ্ছেন বলে দেশটির ফুটবল ফেডারেশন এ জানিয়েছেন।
এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এফইএফ জানায়,‘ কোচকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়ার বিষয়ে একমত হয়েছে দল। চুক্তির শর্ত মোতাবেক ক্ষতিপূরণ দিতেও রাজি’।
তাকে গত জানুয়ারিতে নিযুক্ত করা হয়েছিল। ফেব্রুয়ারিতে ইকুয়েডরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার খবর পেয়েই তিনি চলে আসেন। তিনি ফুটবল ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন স্পেনে।
অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের খেলা শুরুর সম্ভাবনার জন্য ১৭ জুলাই ইকুয়েডরে ফেরার কথা ছিল ক্রুইফের। এরপর সেখানে খেলা শুরুর শুরু করতে চেয়েছিলেন। এদিকে পর্যাপ্ত যন্ত্রপাতির ঘাটতির কথা বলে গত সপ্তাহে পদত্যাগ করেছেন স্পেনের নাগরিক এন্টনিও কর্ডন।