দামুড়হুদা জয়রামপুরে মুদিদোকানে বিক্রি হচ্ছে অ্যান্টিবায়েটিক ওষুধ
বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা জয়রামপুরে অধিকাংশ মুদিদোকানেই চলছে ওষুধ বেচাকেনা। দোকানিরা নিজেরাই ডাক্তার সেজে প্রেসক্রিপশন ছাড়াই অবাধে বিক্রি করছেন অ্যাজিথ্রোমাইসন, ফেকজো, জক্স, সেকলো, ডাইক্লোফেনাকসহ বিভিন্ন ধরণের অ্যান্টিবায়োটিক ওষুধ।
সরকারি নিদের্শনা অমান্য করে ড্রাগ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর ধরে অবৈধভাবে মুদিদোকানে চলছে ওষুধ বেচাকেনা। ফলে গ্রামের সাধারণ মানুষ নানা ধরণের জটিলরোগে আক্রান্ত হয়ে ধাবিত হচ্ছেন মৃত্যুপথে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের ওষুধ বেচাকেনা বন্ধ করতে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
এলাকা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর নওদাপাড়ার মুদি দোকানি কামরুল ইসলাম। তিনি মুদি ব্যবসার সাথে দির্ঘদিন ধরে ওষুধ বেচাকেনা করে আসছেন। একই গ্রামের মাঠপাড়ার কালাচাঁদ। তিনিও মুদি ব্যবসায়ী। কামরুলের মতো তিনিও দির্ঘদিন ধরে মুদি ব্যবসার সাথে বেচাকেনা