আলমডাঙ্গার বাঁশবাড়ীয়ায় মধ্যরাতে এক যুবককে পিটিয়েছে
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৩, ২০২০
169
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
বাড়াদী প্রতিনিধি : আলমডাঙ্গার বাঁশবাড়ীয়ায় মধ্যরাতে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা যায়।
জানা গেছে গতকাল বুধবার রাত ১ টার দিকে বাঁশবাড়ীয়া স্কুল পাড়ার ছের আলি মন্ডলের ছেলে দশম শ্রেণীর ছাত্র সেলিমকে মারধর করে একই পাড়ার সাদ আলির লোকজন।
সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হারদী হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়দের নিকট থেকে জানা যায় একই পাড়ার হানিফের মেয়ে রন্তা খাতুন(১৬)কে মাঝে মধ্যে বিরক্ত করতো এই সেলিম। ঐ রাতে রত্না খাতুন বাড়ির বাইরে বের হলে সেলিম তাকে জড়িয়ে ধরে।
যার কারনে হইতো এই ঘটনা।
এ দিকে ছেলের বাবা ছের আলি জানায় আমার ছেলেকে কি কারনে বা কেন মেরেছে এ বিষয়ে আমরা তেমন কোন কিছু জানি না।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায় সেলিমের অবস্থা এখন আশঙ্কাজনক।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।