৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৩জনসহ চুয়াডাঙ্গা জেলায় নতুন করে আক্রান্ত ২০

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৩, ২০২০
115
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সাম্প্রতিকী ডেস্কঃ আলমডাঙ্গায় ৩ জনসহ চুয়াডাঙ্গা জেলায় নতুন করে ২০ জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। আজ ২৩ জুলাই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসি আর ল্যাব কর্তৃক চুয়াডাঙ্গা সিভিল সার্জন বরাবর এ রিপোর্ট পাঠানো হয়।

এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৪ জন। এরা হলেন, রেলপাড়া-০১, দৌলতদিয়াড় আলোকদিয়া-০১, বিদ্যুৎ অফিস-০২, ফেরীঘাট রোড-০১, হক পাড়া-০১, বাজার পাড়া-০১, বড় বাজার পাড়া-০২, কোর্ট পাড়া-০১, ফার্ম পাড়া-০৩, মল্লিক পাড়া-০১ জন। #আলমডাঙ্গা পৌর এলাকায় ৩ জন।

এদের মধ্যে রথতলায় করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া গৌরচন্দ্র বিশ্বাস ও তার ভাই এবং ক্যানাল পাড়ার ১ জন। এছাড়া দামুড়হুদা উপজেলায় ৩ জন। এরা হলেন, ইসলাম বাজার দর্শনা-০১, মাদ্রাসা পাড়া-০১, উজিরপুর-০১, লোকনাথপুর হাউলি-০১ জন। চুয়াডাঙ্গা জেলায় মোট শনাক্ত-৪৯০ জন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram