বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান
বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্রীড়াপ্রেমী এটা সবারই জানা। সবসমই তিনি ক্রীড়াঙ্গনের পাশে থেকেছেন। আবার তিনি ক্রীড়াবিদ, কোচ ও সংগঠকদের কল্যাণে এগিয়ে এসেছেন। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের জন্য ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খবরের সত্যতা স্বীকার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রেখে তার লভ্যাংশ থেকে অসহায় ক্রীড়া ব্যক্তিত্বদের সহায়তা করা হবে বলে তিনি জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘অসচ্ছল ক্রীড়াবিদ, কোচ ও সংগঠকদের জন্য গঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে বঙ্গবন্ধুকন্যা এ অনুদান দিয়েছেন।’
এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার পরই অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণে এ ফাউন্ডেশনটি গড়েছিলেন সর্বকালের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী এই কল্যাণ ফাউন্ডেশনে অনুদান দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এর আগে গত ৯ জুলাই বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় ১ হাজার ১৫০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে বছরব্যাপী ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠননি। এই ক্রীড়া ব্যক্তিত্বরা মাসে দুই হাজার টাকা করে বাৎসরিক ২৪ হাজার টাকা করে ভাতা পাবেন।