আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর থেকে দুটি গাভী গরু চুরি
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২২, ২০২০
117
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার সোনাতনপুর গ্রাম থেকে দুটি গাড়ির গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগত রাত্রে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সোনাতনপুর মাঠপাড়ার মৃত সাগর মন্ডলের ছেলে রফিকুল ইসলাম গত মঙ্গলবার দিনগত রাতে প্রতিদিনের মতো গরুকে রাতের খাবার খাইয়ে ঘুমিয়ে পড়েন।
ভোর রাতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে দুটি গাভী গরু দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। জার্সি জাতের কালো গাভী গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। সে জানায় গাভী গরু দুটির একটি করে বাচ্চা রয়েছে। বাচ্চা দুটি তাদের মাকে দেখতে না পেয়ে ছোটাছুটি ও চিৎকার করছে। এ ব্যাপারে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।