২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ কনসটেবলকে লাঞ্চিত করায় ২ মাসের কারাদন্ডাদেশ ইজিবাইক চালকের

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২২, ২০২০
114
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় পুলিশ কনসটেবলকে লাঞ্চিত করায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে এক ইজিবাইক চালকের। ২২ জুলাই রাতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


জানা যায়, ২২ জুলাই দেশের অন্যতম বৃহত্তম আলমডাঙ্গা পৌর পশুহাট বসে। এ হাটের নিরাপত্তার জন্য আলমডাঙ্গা থানাপুলিশসহ আশপাশের ক্যাম্প পুলিশ বিশেষ দায়িত্ব পালন করে। সন্ধ্যায় পার্শ্ববর্তি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইজিবাইকচালক মাসুদ রানা ইজিবাইক নিয়ে প্রচন্ড ভীড়ের ভেতর আলমডাঙ্গা শহরে ঢোকার চেষ্টা করে। সে সময় দায়িত্বপালনরত পাইকপাড়া ফাঁড়ি ক্যাম্পের কনস্টেবল মেহেদী হাসান তাকে বাঁধা দিলে ইজিবাইকচালক তাকে লাঞ্চিত করেন। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা ইজিবাইকচালক মাসুদ রানাকে আটক করে।

পরে সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাঁধা দেওয়ার দায়ে ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram