আলমডাঙ্গায় চোলাই মদ খেয়ে মাতলামি করার অপরাধে ১ জনের কারাদন্ড
আলমডাঙ্গায় চোলাই মদ খেয়ে মাতলামি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ২২ জুলাই রাতে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেড ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার জেহালা গ্রামের মাঝের পাড়ার মনিরদ্দিনের ছেলে সুমন আলী(৪৫) পেশায় একজন দিন মুজুর। প্রতিদিন কাজ করে ৩শ টাকা ইনকাম করে। তার মধ্যে ২শ ৫০টাকার চোলাই মদ খেয়েই পুড়িয়ে ফেলে। জেহালা বাজারে হরিজন স¤্রদায়ের বেশ কয়েকজন বসবাস করে। তারা নিজের কার্ড দেখিয়ে চোলাই মদ কিনে নিয়ে এসে বিক্রয় করে।
২২ জুলাই সন্ধ্যার পর সুমন আলী চোলাই মদ কিনে সেবনকালে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই আছের আলী গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীকে সংবাদ প্রদান করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সুমন আলীকে ৫ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।