ঝিনাইদহ সার অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে রশিদ ট্রেডার্সসহ দুই প্রতিষ্ঠান কে জরিমানা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২২, ২০২০
106
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা ও ঝিনাইদহ জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয় হতে বাজার তদারকি করা হয়।
জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল বাজারে ড্যাপ সারের সরকার নির্ধারিত মূল্য ১৬ টাকা কেজি এর পরিবর্তে ২৫ টাকা কেজি মূল্যে এবং বাংলা ড্যাপ ৩৪ টাকা কেজি মূল্যে বিক্রয় করার অপরাধে রশিদ ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং জিয়ানগর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি চায়ের দোকানে ভিড় কমাতে বেঞ্চ সরিয়ে ফেলতে ও সার্বক্ষণিক ভাবে মাস্ক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়।