মেহেরপুরের শ্যামপুরকে ইউনিয়ন করায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন
মেহেরপুর প্রতিনিধি \ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনএমপির নির্দেশে শ্যামপুরকে ইউনিয়ন পরিষদ করায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মী সভা ও করোনা ভাইরাসের জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টার দিতে জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতির উদ্যোগে বেলতলা পাড়া গ্রামে প্রাইমারি স্কুলে এসভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য বদিউজ্জামান বদু, সালাউদ্দিন, সাইদুর রহমান,নয়ন হাবিব প্রমুখ। সভায় করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দরা।