নির্দিষ্ট স্থানে কোরবানি ও বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে মেহেরপুরে পুলিশের আলোচনাসভা
মেহেরপুর প্রতিনিধি \ পবিত্র ঈদ-উল আযহা ২০২০ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রæত বর্জ্য অপসারণ নিশ্চিতকরণ ও আইনশৃংখলা বিষয়ে মেহেরপুর জেলা পুলিশের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, (সার্কেল) মুস্তাফিজুর রহমান, সদর থানা ওসি শাহ দারা খান, গাংনী ওসি ওবাইদুর রহমান, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনসহ কর্মকর্তাগন।
এসময় পুলিশ সুপার, এস.এম মুরাদ আলী বলেন, “কোরবানির পশুর হাটের নিরাপত্তার জন্য জেলা পুলিশ মেহেরপুরের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরোও বলেন, পশুর হাটে অবস্থানকারী সকলের মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে হবে”।