আলমডাঙ্গা ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ী রিপন আলীর ৪ মাসের কারাদন্ড
আলমডাঙ্গা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ব্যবসার অপরাধে জগন্নাথপুরের রিপন আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ২১ জুলাই বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার জগন্নাথপুর গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আইয়ুব কালার ছেলে মাদক ব্যবসায়ী রিপন আলী (৩০) পিতার মৃত্যুর পর থেকে নিয়মিত মাদক ব্যবসা করে আসছিল। রিপন এলাকার যুব সমাজের নিকট বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করতো। রিপন প্যাথডিন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করে আসছিল।
২১ জুলাই দুপুরে আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে প্যাথডিন বিক্রয়কালে রিপন আলীকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ব্যবসার অপরাধে রিপন আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।