আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদন্ড
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২০, ২০২০
165
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে এরশাদপুরের যুবক ইউসুফের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে । ১৯ জুলাই রাতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার মো: লিটন আলী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদাৃলত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত মানোয়ার হোসেনের ছেলে ইউসুফ(২০) বেশ কয়েক বছর ধরে গাঁজা সেবন করে। তার পিতার মৃত্যুর পর সে নিজে কাজ করে সংসার চালায়। বিভিন্ন কারণে, বন্ধুদের সাথে মিশে গাঁজা সেবন শুরু করে। ১৯ তারিখ রাতে হাউসপুর ক্যানেলের উপর গাঁজা সেবনকালে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীকে সংবাদ দিলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউসুফকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।