চুয়াডাঙ্গা জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহঃ আজ আক্রান্ত ৩১
চুয়াডাঙ্গা জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। আজ ১৯ জুলাই রবিবার চুয়াডাঙ্গা জেলায় মোট ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ শ।
জানা যায়, রবিবার কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসি আর ল্যাব থেকে পাঠানো ৭১ জনের নমুনার মধ্যে ৩১ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৩ জনের নাম। খোদ জেলা শহরেই ১৮ জন। এদের মধ্যে করোনায় মৃত ফেরদৌসওয়ারা সুন্নার পরিবারে ৩ জন, বড়বাজার পাড়ায় ৪ জন, দৌড়তদিয়াড়ের ৩ জন, মুক্তিপাড়ায় ১ জন, আলুকদিয়ায় ১ জন, মুসলিমপাড়ায় ১ জন, বাগান পাড়ায় ১ জন, পোস্ট অফিসপাড়ায় ১ জন, এতিমখানা পাড়ায় ১ জন, কলেজপাড়ায়২ জন, শেখপাড়ায় ১ জন, ফার্মপাড়ায় ১ জন চিকিৎসক, ইমার্জেন্সি সড়কের ১ জন চিকিৎসক, সরোজগঞ্জের ১ জন ( তিনি হাসপাতালে চাকুরি করেন) ও ফেরিঘাট সড়কে ১ জন।
আলমডাঙ্গা উপজেলায় ৩ জন আক্রান্ত। এদের মধ্যে বাবুপাড়ায় ২ জন ও বেলগাছি গ্রামে ১ জন।
দামুড়হুদা উপজেলায় ৫ জন আক্রান্ত। এদের সকলের বাড়ি দর্শনায়।
রবিবার চুয়াডাঙ্গা জেলার আরও ৮৪ জনের নমুনা সংরহ করে কুষ্টিয়ার পিসি আর ল্যাবে পাঠানো হয়েছে। তাদের ফলাফল এখন আসেনি।