১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে আইনজীবি হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে শিক্ষানবিশ আইনজীবিদের অবস্থান কর্মসূচী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৯, ২০২০
153
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবি হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষানবিশ আইনজীবিরা। রোববার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বার কাউন্সিলের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

এসময় শিক্ষানবিশ আইনজীবি পরিষদ জেলা শাখার আহ্বায়ক তপন কুমার মুখার্জী, সদস্য আকরামুল কবির, শিরিন সুলতানা, মনিরা খাতুন, সেলিনা খাতুন, মিতা সাহা, কুলসুম খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।শিক্ষানবিশ আইনজীবিদের এ কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করেন আইনজীবি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক।

এসময় বক্তারা বলেন, আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হওয়ার পর বর্তমান করোনাভাইরাস বৈশ্বিক মহামারির কারণে লিখিত পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। এ অবস্থায় উত্তীর্ণদের গেজেটের মাধ্যমে সনদ দেওয়ার দাবী জানান তারা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram