করোনায় আক্রান্ত হয়ে কালীগঞ্জে বৃদ্ধের মৃত্যুু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৯, ২০২০
152
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া এলাকায় বিমল মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুু হয়েছে।
রোববার সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তিনি কালীগঞ্জ শহরের আড়পাড়া বিহারীমোড় এলাকার বাসিন্দা। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি গত বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন। শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে।
তিনি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। জ¦র, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। হঠাৎ রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন। রোববার কালীগঞ্জ উপজেলায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে কালীগঞ্জ উপজেলায় ২০৪ জন করোনায় আক্রান্ত হল।