আলমডাঙ্গায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক
আলমডাঙ্গা থানা ও দুর্লভপুর ক্যাম্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাড়াদি গ্রাম থেকে গাঁজা গাছসহ গাঁজা চাষী তাইজেলকে আটক করেছ। ১৭ জুলাই গভীর রাতে তাইজেলের বাড়ির সামনে লাগানো একটি বড় গাঁজা গাছসহ তাকে আটক করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার বাড়াদি গ্রামের মৃত মোহন আলী বিশ^াসের ছেলে তাইজেল আলী(৫২) তার বাড়ির সামনে পরিত্যক্ত মাটির পায়খানার মধ্যে বেশ কিছুদিন আগে একটি গাঁজা গাছ লাগিয়েছিল। গাছটি প্রায় ৭/৮ ফুট লম্বা হয়ে ফুল ও জট আসার মত হয়েছে। তাইজেল পরিত্যক্ত পায়খানাটি পাটকাটি দিয়ে বেড়া দিয়ে গিয়ে গাঁজা গাছটি পরিচর্যা করতো। ১৭ জুলাই রাতে আলমডাঙ্গা থানার এসআই সিদ্দার্থ মন্ডল ও দুর্লভপুর ক্যাম্পের ইনচার্জ এসআই নাঈম বাড়াদি গ্রামে তাইজেলের বাড়ি অভিযান চালায়। অভিযান চালিয়ে তাইজেলের পরিত্যক্ত পায়খানার মধ্যে থেকে একটি বড় গাঁজা গাছ উদ্ধার করে এবং তাইজেলকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে তাইজেলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। ১৮ জুলাই তাকে আদালতে প্রেরন করেছে।