মেহেরপুর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী
মেহেরপুর প্রতিনিধি : 'গাছ লাগান, পরিবেশ বাঁচান, স্লোগানকে সামনে রেখে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি নির্দেশনায় মেহেরপুর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে শহরের মল্লিকপাড়া তাহের ক্লিনিক মোড়ে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মজিবুল হক মিলন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম শাহিন,বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি শাহ দারা খান, পৌর কাউন্সিলর জাফর ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন সাবেক ছাত্রনেতা রাহিনুউজ্জামান পলেন, কুতুবপুর ইউপি সদস্য সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস, সাবেক সদর থানা ছাত্রলীগের সভাপতি আনন্দ প্রমূখ।
জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়ার সহ-সভাপতি রাজু আহমেদ লিটিল, সহ-সভাপতি মিনারুল ইসলাম মিনার, তরুণ আহমেদ, মাহবুব জামান সোহাগ, জাহিদ হাসান সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজন ,প্রচার সম্পাদক মনিরুল ইসলাম , উপ প্রচার সম্পাদক আব্দুর রহিম, সদস্য সুজন শুভ, গাংনী উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম যুগ্মসাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এর আগে প্রধান সড়কে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দরা।।