আলমডাঙ্গায় মাদকসেবির কারাদন্ড
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৭, ২০২০
160
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার বেলগাছি গ্রামের হজরত আলীকে (৫৫) মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদ-াদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ জুলাই রাতে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, বেলগাছি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হজরত আলী নিয়মিত মাদক সেবন করেন। ১৭ জুলাই সন্ধ্যার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রাম থেকে তাকে আটক করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই ইখলাচ উদ্দিন উপস্থিত ছিলেন।