মেহেরপুর শহরে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায়
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৬, ২০২০
158
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মেহেরপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের প্রার্দূভাব ঠেকাতে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কাজ অব্যহত রয়েছে। এলক্ষে স্বাস্থ্যবিধি না মানে চলাচল করায় মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে ১২ জনের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার সকালে শহরের হোটেল বাজার মোড়ে সহকারি কমিশনার ভূমি মাঈনুদ্দীনের নির্দেশে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সহকারি কমিশনার ভূমি মাঈনুদ্দীন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হলে আমাদের বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে। যারা মেহেরপুর শহরের ভিতরে মাস্ক ছাড়া চলাচল করছে তাদেরকে সতর্ক করা হচ্ছে। কিছু কিছু মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাস যখন থেকে মেহেরপুর জেলাবাসী কে সতর্ক করা হয়েছে।