বাল্যবিয়ের দায়ে অর্থদন্ডাদেশ দিলেন বর ও কনের বাবা
আলমডাঙ্গায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের বাপকে অর্থদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ জুলাই আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, ১৫ জুলাই আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের নজরুল ইসলামের ৯ম শ্রেণিতে পড়ুয়া কিশোরিকন্যা রিমা খাতুনের বিয়ে দেওয়া হয়েছে পার্শ্ববর্তি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ফতেহপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে সাইফুল ইসলামের সাথে। নিজ বাড়িতে বিয়ে না দিয়ে গোপনে কনের দুলাভাই চুয়াডাঙ্গা সদর উপজেলার জলিবিলা গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে নিয়ে ওই বাল্যবিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি জানতে পেরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ১৬ জুলাই পুলিশ বাল্যবিয়ের বর ও কনের বাপকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ৩ হাজার ও কনের বাপকে ২ হাজার টাকা জরিমানা করেন।