আলমডাঙ্গায় দেশব্যাপি এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচি উদ্বোধন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৬, ২০২০
186
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপি এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন এবং সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্রের উদ্দ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন। বৃক্ষরোপন উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল পারভেজ, জেলা পরিষদের সদস্য রকিবুল ইসলাম, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, মোজাম্মেল হক, অফিস স্টাফ আব্দুল মান্নান।