আলমডাঙ্গায় ৫ জনসহ জেলায় নতুন আক্রান্ত ১৪
সাম্প্রতিকী ডেস্কঃ আলমডাঙ্গায় ৫জনসহ জেলায় ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫০ জনে। এরমধ্যে মারা গেছেন ৪ জন।
জানাগেছে, গত ২৪ ঘন্টায় ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১৪ জনের পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮জন। শহরের শেখপাড়ায় ১, কলেজপাড়ায় ১, এতিমখানাপাড়ায় ১, ঈদগা পাড়ায় ১, বাগানপাড়ায় ১, দৌলতদিয়া দক্ষিণপাড়ায় ১, বড় মসজিদপাড়ায় ১, বিদ্যুৎ অফিস ১ জন। দামুড়হুদা উপজেলার দর্শনা ইসলাম বাজারে ১ জন। আলমডাঙ্গা উপজেলায় ৫ জন। শহরের ক্যানেলপাড়ায় ২, এরশাদপুর ১, আসমানখালী ১, বগাদী ভাংবাড়িয়া ১ জন আক্রান্ত
হয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ১৫ জন ও হোম আইসোলেশনে ১১১ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৩১ জন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫০ জন নারী-পুরুষ।