সিপিএলে খেলতে আগ্রহী নন তামিমরা
সাম্প্রতিকী ক্রীড়া ডেক্স: ইতোমধ্যে সিপিএলে ৬টি দল চূড়ান্ত হয়েগেছে। কিন্তু ১টি দলেও বাংলাদেশের কোনো খেলোয়াড়েরর নাম দেখা যায়নি। তাই সবাই ধরেই নিয়েছেন বাংলাদেশের কেউই এবার সিপিএলে ডাক পাননি। এমনটি ভাবলেও আসলে এমন কিছুই হয়নি। বরং তামিমরাই সিপিএল খেলতে অনাগ্রহ দেখিয়েছেন।
এবারের সিপিএলে ডাক পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল, মাহামুদুল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান। কিন্তু কেউই সিপিএল খেলতে আগ্রহী দেখাননি বিভিন্ন কারণে।
তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লীগ খেলার জন্যই সিপিএলকে না বলেছেন। আবার মাহামুদুল্লাাহ রিয়াদ করোনা পরিস্থিতির জন্য রাজি হননি। প্রথমে তিনি চুক্তিটা প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু পরিবারের উগ্বেগের জন্য না করে দিয়েছেন। এবং মোস্তাফিজুর রহমান সিপিএর বিষয়ে বলেন, এর আগে আমার সিপিএল খেলার কোনো অভিজ্ঞতা নেই। আমি সিপিএল খেলতে আগ্রহী । কিন্তু জাতীয় টিমকে প্রাধান্য দিতে এবারের সিপিএল আমি খেলতে পারছি না।