আলমডাঙ্গা পৌর পশু হাট ও রেলওয়ে সংলগ্ন পান হাট এলাকায় ১৪৪ ধারা জারি
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৬, ২০২০
175
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা পৌর পশু হাট ও রেলওয়ে সংলগ্ন পান হাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল ১৫জুলাই রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকারের নির্দেশক্রমে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর এ নির্দেশনা জারি করেন।
নির্দেশনা মোতাবেক আলমডাঙ্গা পৌর পশু হাট ও রেলওয়ে সংলগ্ন পান হাট এলকায় আজ ১৬ ই জুলাই ২০২০ তারিখ ভোর ৪টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত এলাকার ২০০ (দুই শত) গজ সীমানার মধ্যে সর্বসাধারনের প্রবেশ, ৫ (পাঁচ) বা ততোধিক ব্যাক্তির সমাবেশ এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
সম্প্রতি আলমডাঙ্গা পশুহাটের কিছু জমি রেলওয়ে কর্তৃপক্ষ অন্যত্র লীজ প্রদান করায় দুই পক্ষের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হওয়ার আশঙ্কা সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।