৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৬, ২০২০
93
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার পৃথক স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ৭ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানা পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

সদর থানার ওসি আবু জিহাদ বলেন, বুধবার সন্ধা থেকে রাত ১২টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা হল- সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আমজাদ হোসেন, মতিয়ার রহমান, নাইম, ঝোড়াঘাটা গ্রামের শাহিন, হুচুকপাড়ার মনিরুজ্জামান, পুরাতন হাসপাতাল পাড়ার পলাশ ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের সুজন।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ বাদী হয়ে। সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram