ঝিনাইদহে ৪৬ জন করোনায় আক্রান্তসহ মোট আক্রান্ত ৫৩৫ ও মৃত্যু ১১
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৫, ২০২০
147
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে নতুন করে আরও ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৩৫ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৩ টি পজেটিভ। এছাড়াও যশোর ল্যাবের ফলাফল অনুসারে কালীগঞ্জের বারবাজার পুলিশ ফাড়ির ১৩ জন। এনিয়ে জেলায় বুধবার মোট ৪৬ জন। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ২৩ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, কোটচাঁদপুর উপজেলায় ২ জন, মহেশপুর উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন। আক্রান্ত ৫৩৫ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৭৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১০ জন।