গাংনীতে ফেন্সিডিল ও মদ উদ্ধার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৬, ২০২০
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার করেছে কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। শনিবার ভোরের দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে কাজিপুর ব্রিজ বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল মদ উদ্ধার করে।
হাবিলদার জাহাঙ্গীর কবীরের এর নেতৃত্বে কাজিপুর সিমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যের একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাজিপুর ব্রিজ বাজার এলাকা থেকে মদ ও ফেনসিডিল উদ্ধার করে।তারা জানায় সেখান থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও ২০ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিজিবি সদস্যদের আগমনী বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা মদ ও ফেন্সিডিল রেখে পালিয়ে যায়।