মেহেরপুর আমঝুপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লিটনের অফিস উদ্বোধন ও মটর সাইকেল শোভাযাত্রা
মেহেরপুর অফিস \ মেহেরপুর সদর উপজেলায় প্রতিটি ইউনিয়নেই শুরু হয়েছে ইউপি নির্বাচনী প্রচারণা। তফসিল ঘোষণার আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী প্রার্থীরা নির্বাচনের প্রাক প্রস্তুতি শুরু করেছে।
আমঝুপি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসিফ আজিম লিটন গ্রাম অঞ্চলে মটর সাইকেল শো-ডাউন দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। শুধু তাই নয়, হাট বাজার ও চা-এর দোকানে আসন্ন ইউনয়ন পরিষদের নির্বাচনে তাকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৃণমূলে কাজ করছেন আমঝুপি ইউনিয়নের কৃতি সন্তান আসিফ আজিম লিটন। শুক্রবার বিকালে আমঝুপি ইউপি চেয়ারম্যান প্রত্যাসী প্রার্থী আসিফ আজিম লিটনের নির্বাচনীয় অফিস উদ্বোধন ও মটর সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। মটর সাইকেল শোভাযাত্রাটি আমঝুপি, খোকসা, ইসলামনগর, হিজুলী, দফরপুর, কোলা, ময়ামারি গ্রামসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়।
এসময় আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন, আমঝুপি ইউপি সদস্য আলফাজ হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, তৈয়ব আলী মাস্টার, সাদ আহমেদ খেড়া, বাবলু মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল ওয়াহাব, খলিল মোল্লা, মারফত আলী, যুবলীগ নেতা নাসিমুল ইসলাম, সবুজ মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাঈমসহ তৃনমুল নেতাকর্মীদের নিয়ে মটর সাইকেল শোভাযাত্রা করে।