শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৫, ২০২০
159
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে ৫৯তম এ উপশাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের যশোর জোন প্রধান মাকসুদুর রহমান। ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখার শাখা প্রধান মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শেখপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম খাঁ, শেখপাড়া উপশাখার ইনচার্জ মোস্তাক আহমেদ প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী শরীআহ মোতাবেক পরিচালিত ব্যাংকটি এলাকার ব্যবসা বানিজ্যে ও কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। পরে ফিতা কেটে শাখার উদ্বোধন করা হয়।