মেহেরপুরে শহরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৪, ২০২০
124
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মেহেরপুর অফিস। মেহেরপুর শহরের শেখ পাড়ায় ১৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আফরোজ শেখ (আফু) নামে এক যুবকের বিরুদ্ধে।
জানাগেছে, বুধবার আনুমানিক সকাল সাড়ে দশটার সময় ঐ শিশু নানির বাড়ি যাচ্ছিল। এ সময় নানা বাড়ির পাশের মৃত তাহের মোল্লার ছেলে আফরোজ শেখ ওরফে আফু তাকে মুখ চেপে ধরে বাড়ির ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ওই শিশু চিৎকার করলে স্থানীয় কয়েক ব্যক্তি ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
এসময় আফরোজ শেখ আফু পালিয়ে যায়। পরে বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়েরের প্রক্রিয়া করছে।
মামলা দায়ের হলে তদন্তের মাধ্যমে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হবে.।