আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৫ জন প্রার্থির মনোনয়নপত্র জমা
আলমডাঙ্গার ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থি। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনিত ১ জন, বিএনপি মনোনিত ১ জন ও স্বতন্ত্র ৩ জন প্রার্থি। এছাড়া খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন।
২৩ সেপ্টেম্বর আনন্দঘন পরিবেশে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি ফেরদৌসের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন সকল প্রার্থি। ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থি তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম ডাউকী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।
একই সময় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থি ইউনুছ আলী। তিনি ডাউকী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাদেমাজু গ্রামের আরমান আলীর ছেলে। এছাড়া স্বতন্ত্র প্রার্থি হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডাউকী গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন, বাদেমাজু গ্রামের মখলেছুর রহমানের ছেলে আব্দুল কাদের ও হাউসপুরের জালাল উদ্দীনের ছেলেনিজাম উদ্দীন।
একই দিনে খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বটিয়াপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শিমুল হোসেন, একই গ্রামের হেদায়েতুল্লাহ জোয়ার্দ্দারের ছেলে আব্দুল আওয়াল জোয়ার্দ্দার, একই গ্রামের ঈমান আলীর ছেলে শহিদুল ইসলাম ও একই গ্রামের কাদের মন্ডলের ছেলে মিরাজুল হক।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থিদের স্ব স্ব প্রস্তাবকারি ও সমর্থনকারিসহ কর্মিরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী তরিকুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, আনিস মেম্বার, জুলমত আলী, খালেক মিয়া।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের রানার সাথে উপস্থিত ছেলেন আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইনের সাথে উপস্থিত ছিলেন মুন্সি আবু হাসান, সাজিদ মাহমুদ, রোমিও প্রমুখ।