৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে নতুন করে ৩৭ জনের মৃত্যু ও আক্রান্ত ১৬৬৬

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ২৩, ২০২০
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশে মোট মারা গেছেন ৫ হাজার ৪৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৬৬ জনের দেশে করোনার সংক্রমণ ধরা পড়ে। একই সময়ে দুই হাজার ১৬৩ জন সুস্থ হওয়ায় এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জনে।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ১৮ লাখ ১২ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ লাখ ৭৫ হাজার ৯৫১ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৩৬১ জন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram