গাংনীতে দু'মাদক ব্যবসায়ী আটক
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে গাঁজা সহ দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার কল্যানপুর কালিতলা এলাকা থেকে তাদের আটক করে গাংনী থানার এস আই এস এম তারিকুজ্জামান।
আটককৃতরা হলেন,দেবীপুর গ্রামের বয়েন বিশ্বাসের ছেলে মইনুদ্দীন (৪৬) ও ঝোড়াঘাট গ্রামের নুরুল হুদার ছেলে মিজানুর রহমান (৫২)। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,একটি মটরসাইকেল যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা উদ্ধার ও একটি সিডিআই মটরসাইকেল জব্দ করা হয়। এস আই এস এম তারিকুজ্জামান জানান, আটকৃতরা পেশায় মাদক ব্যবসায়ী। তারা সিমান্ত এলাকা থেকে মাদক এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে সেপার্দ করা হবে।