ঝিনাইদহে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ২ যুবক আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ম্যানেজারকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। এ ঘটনায় একজন পলাতক রয়েছেন।
রোববার উপজেলার চাপালী গ্রামে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
আটকরা হলেন উপজেলার বাবরা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও বাবরা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে সবুজ মিয়া।
এ ছাড়া চাপালী গ্রামের শফিক খানের ছেলে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তারা সবাই ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসে কর্মরত বিক্রয় প্রতিনিধি।
কালীগঞ্জ থানার ওমি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাপালী গ্রামে থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান।
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসের ম্যানেজার সাহিদুর রহমান সাহিদের মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা পাওয়া যায়। এ সময় সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ম্যানেজারকে ফাঁসানোর জন্য মোটরসাইকেলের নিচে ইয়াবা রাখার কথা স্বীকার করেন।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।