আলমডাঙ্গায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
আলমডাঙ্গায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২০“র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গোবিন্দপুর জোহা মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী টুর্নামেন্টে লাভস্টার আসারনগর ক্লাব ৩-০ গোলে নীলমনিগঞ্জ আদিয়ান ফুটবল মাঠকে হারিয়ে জয় লাভ করে।
উদ্বোধনী টুর্নামেন্টে উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনানাহেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাফু, আবুল কালাম আজাদ, পৌর যুবলীগেরআহ্বায়ক আসাদুল হক ডিটু, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম।
পৌর যুবলীগের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক রায়হান উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আনিসুর রহমান, শরিফুল ইসলাম শাকা, সজিব আহমেদ, বাদশা, নাজমুল, রনি, সুমন, সোহেল, রাসেল, সজল, হাসান, জাহাঙ্গীর, তারেক, নযন, জামিরুল, টিপু, হোসেন, রকি, কালাম, রুস্তম, চান, সবুজ, আব্দুর রব, পলাশ শামিমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মি।