ঝিনাইদহে বন্ধ থাকা নির্মাণাধীন পৌর মার্কেটের নির্মাণ কাজ চালু
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ২০, ২০২০
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
ঝিনাইদহ জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহে বন্ধ থাকা নির্মাণাধীন পৌর মার্কেটের নির্মাণ কাজ চালু ও দোকান পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের এইচএসএস সড়কের পৌর মার্কেটের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পুরাতন ওই মার্কেটের ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
এসময় তারা বলেন, পৌর মার্কেট ভেঙ্গে বহুতল মার্কেট তৈরী করছিল পৌরসভা। সম্প্রতি হাইকোর্টে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা’র) রিট’র কারণে মার্কেটের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। দ্রুত নির্মাণ কাজ চালু করে দোকান পাওয়ার দাবী জানান ব্যবসায়ীরা।