ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত হয়েছে
প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ২০, ২০২০
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
ঝিনাইদহ জাহিদুর রহমান তারিকঃ|‘চিকিৎসা আছে সর্প দংশনে সরকারী হাসপাতালে, সবখানে’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালী শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা, সাপে কামড়ালে গ্রামীন চিকিৎসা না দিয়ে হাসপাতালে আসা ও সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান।