আলমডাঙ্গায় ৩০ বছর ধরে মাদক গ্রহণকারী ব্যক্তির ৬ মাসের কারাদন্ডাদেশ
আলমডাঙ্গায় ৩০ বছর ধরে মাদক গ্রহণকারী আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের রবিউল ইসলামকে (৪৮) ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে রবিউল ইসলাম (৪৮) দীর্ঘদিনের মাদকসেবী। মাঝেমধ্যে নিজে বিক্রিও করে। তার মাদকাসক্তির কারণে পরিবারে চরম অশান্তি। এক সময় মাদকসেবী রবিউল ইসলাম গ্রামের মেম্বর ছিলেন। অথচ এখন গ্রামের ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিগণিত। এ মাদকসেবীর বড় ভাই গ্রামের মসজিদ কমিটির শীর্ষস্থানীয়।
মাদকসেবী ভাইয়ের কারণে তাকে সমাজে হেনস্তা হতে হয়। এলাকাবাসির সহযোগিতায় গতকাল ভোরে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে ৩ বোতল রেক্টিফাইড অ্যালকোহলসহ আটক করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আটক মাদকসেবী উপজেলা নির্বাহী অফিসারকে অকপটে সব খুলে বলেন।
বলেন, গত ৩০ বচর ধরে তিনি মাদকদ্রব্য গ্রহণ করে আসছেন। এমনকি তিনি পরিবারের কতটা ক্ষতি করেছেন তাও স্বীকার করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।