আলমডাঙ্গায় পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আলমডাঙ্গা একাডেমির হল রুমে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশিষ্ঠ পলট্রি ও ফিড ব্যবসায়ী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ পোলট্রি ও ফিড ব্যবসায়ী ফারুক হোসেন।
বিশিষ্ঠ পোলট্রি ও ফিড ব্যবসায়ী কামাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পোলট্রি ও ফিড হাফিজুর রহমান, কামরুজ্জামান, ফারুক আহাম্মেদ, জনি, শরিফ, রাকিব, আনিস, টিপু, মামুন, শিহাবসহ অর্ধশত ব্যবসায়ী।
আলোচনা সভা শেষে সর্বসম্মতি ক্রমে সিরাজুল ইসলাম ও ফারুক হোসেনকে পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটির উপদেষ্ট্রা করা হয়েছে।
কমিটিতে হাফিজুর রহমানকে সভাপতি, কামাল হোসেনকে সাধারন সম্পাদক, কামরুজ্জামানকে সহসভাপতি ও ফারুখ আহাম্মদকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ঠ আলমডাঙ্গা পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।