হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি আসাবুল হক ঠান্ডুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মরহুম আসাবুল হক ঠান্ডুর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার সময় হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) সামীমা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক আনিস উদ্দিন গভর্নিং বডির সদস্য আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, মামুন রেজা, এখলাস উদ্দিন, আলেয়া আশরাফ। ]
মনিরুজ্জামানের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল মান্নান ফকির, প্রভাষক শহিদুল ইসলাম, সহকারী অধ্যক্ষ আব্দুর রহিম সহকারি শিক্ষক শামসুল হক, সাবেক বিজিবি সদস্য আব্দুর রহমান। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শোয়েবউদ্দীন, গভর্নিং বডির সদস্য কালু মন্ডল, সাবেক চেয়ারম্যান ফিরোজুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম মাস্টার, শরীফুন্নেসা আসাবুল হক ঠান্ডুর সুযোগ্য দুই পুত্র নাহিদ হাসান সোহাগ, নাহিদ সরোয়ার সোহান, বড় ভাই বজলুর রশিদ মিন্টু, সাবেক শিক্ষক আঁকছেদ আলী, প্রভাষক মতিউল হুদা, মনোয়ার হোসেন, মোজাম্মেল হক, মফিজুর রহমান, রুহুল আমিন, আব্দুল আলিম, আজমতুল হুদা, হামিদুল ইসলাম, হুমায়ন কবির, সানবীম আখতার, ফজলুল হক, ও টুটুলসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক ।